মগড় ইউনিয়ন
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
টেমপ্লেট:তথ্যছক বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল
মগড় বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
মগড় ইউনিয়নের আয়তন ৪,৩৬৫ একর।[১]
প্রশাসনিক কাঠামো
মগড় ইউনিয়ন নলছিটি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নলছিটি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৬নং নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মগড় ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৭৮৫ জন। এর মধ্যে পুরুষ ৭,৯১১ জন এবং মহিলা ৮,৮৭৪ জন। মোট পরিবার ৩,৬৬১টি।[১]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মগড় ইউনিয়নের সাক্ষরতার হার ৬৯.২%।[১]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:অসম্পূর্ণ টেমপ্লেট:নলছিটি উপজেলা টেমপ্লেট:ঝালকাঠি জেলার ইউনিয়ন
Enable comment auto-refresher