পালি ভাষা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
চিত্র:Burmese Kammavaca Manuscript.jpg
'বার্মিজ' লিপিতে পালি ভাষায় লেখা বার্মিজ কামাভাকা পান্ডুলিপি
পালি ভাষা হল বৌদ্ধ ধর্মের পবিত্র ও পুরাণের ভাষা। পালি ও প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। পালি ভাষাটি তিপিটক ও ত্রিপিটক মতন নিকটতম অদ্যাপি সাহিত্যের ভাষা।
পালি শব্দের উদ্ভব
কোন কোন পণ্ডিতের মতে পাঠ হতে পালি শব্দের উদ্ভব, পাঠ>পাল>পালি। তাদের মতে গৌতম বুদ্ধ তার শিষ্যদের যে পাঠ বা উপদেশ দিতেন, সেই বুদ্ধবচন হল পালি।[১] কেউ মনে করেন গৌতম বুদ্ধ এর বাণী এই ভাষাতে পালন করা হয়েছে বলে এর নাম পালি।[২] কেউ বলেন মগধ এর প্রাচীন নাম পলাস হতে পালি এসেছে।[৩] আবার অনেকে বলেন প্রাচীন মগধ এর রাজধানী পাটলিপুত্র নাম থেকে পালি শব্দ এসেছে।[৪] কেউ মনে করেন পঙ্ক্তি হতে পালি শব্দ এস থাকতে পারে।
ধ্বনিব্যবস্থা
স্বরধ্বনি
সম্মুখ | কেন্দ্রীয় | পশ্চাৎ | |
---|---|---|---|
সংবৃত | ই টেমপ্লেট:IPA | উ টেমপ্লেট:IPA | |
মধ্য | এ টেমপ্লেট:IPA, টেমপ্লেট:IPA | অ টেমপ্লেট:IPA | ও টেমপ্লেট:IPA, টেমপ্লেট:IPA |
বিবৃত | আ টেমপ্লেট:IPA |
ব্যঞ্জনধ্বনি
উভয়ৌষ্ঠ্য | দন্ত্য | দন্তমূলীয় | মূর্ধন্য জিহ্বাগ্র্য-পশ্চাৎ-দন্তমূলীয় | জিহ্ব্য-পশ্চাৎ-দন্তমূলীয় | কণ্ঠনালীয় | |||
---|---|---|---|---|---|---|---|---|
স্পর্শ | নাসিক্য | ম টেমপ্লেট:IPA | [n̪]} | ণ টেমপ্লেট:IPA | ঞ টেমপ্লেট:IPA | (ঙ টেমপ্লেট:IPA) | ||
অঘোষ | অঘোষ | প টেমপ্লেট:IPA | ত টেমপ্লেট:IPA | ট টেমপ্লেট:IPA | চ টেমপ্লেট:IPA | ক টেমপ্লেট:IPA | ||
ঘোষ | ফ টেমপ্লেট:IPA | থ টেমপ্লেট:IPA | ঠ টেমপ্লেট:IPA | ছ টেমপ্লেট:IPA | খ টেমপ্লেট:IPA | |||
ঘোষ | অঘোষ | ব টেমপ্লেট:IPA | দ টেমপ্লেট:IPA | ড টেমপ্লেট:IPA | জ টেমপ্লেট:IPA | গ টেমপ্লেট:IPA | ||
ঘোষ | ভ টেমপ্লেট:IPA | ধ টেমপ্লেট:IPA | ঢ টেমপ্লেট:IPA | ঝ টেমপ্লেট:IPA | ঘ টেমপ্লেট:IPA | |||
ঊষ্ম | স টেমপ্লেট:IPA | হ টেমপ্লেট:IPA | ||||||
নৈকট্য | মধ্য | র টেমপ্লেট:IPA | য টেমপ্লেট:IPA | |||||
পার্শ্বীয় | ল টেমপ্লেট:IPA | (ঌ টেমপ্লেট:IPA) | ||||||
ঘোষ | (ৡ টেমপ্লেট:IPA) |
তথ্যসূত্র
টেমপ্লেট:বৌদ্ধধর্ম প্রসঙ্গ টেমপ্লেট:বাংলাদেশের ভাষাসমূহ টেমপ্লেট:বিশ্বের প্রধান ভাষা
Enable comment auto-refresher