নলছিটি উপজেলা
নলছিটি উপজেলা বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। ২৩৭.১৭ বর্গ কিমি আয়তনের এই উপজেলাটি ২২°২৯´ উত্তর অক্ষাংশ থেকে ২২°৪২´ উত্তর অক্ষাংশের এবং ৯০°১১´ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০°২৩´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত, যার উত্তরে ঝালকাঠি সদর ও বরিশাল সদর উপজেলা; দক্ষিণে বাকেরগঞ্জ উপজেলা; পূর্বে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে রাজাপুর ও ঝালকাঠি সদর উপজেলা।
কিভাবে যাবেন?
রাজধানী ঢাকা থেকে উপজেলা সদরের দূরত্ব ১৯০ কিলোমিটার ও জেলা সদর হতে ১২ কিলোমিটার। এই জেলাটি একটি উপকূলী ও নদীবহুল অঞ্চল হওয়ায় এখানকার যেকোনো স্থানে আসার জন্য নৌপথ সবচেয়ে সুবিধাজনক পরিবহন ব্যবস্থা। তবে, সড়ক পথেও এখানে আসা সম্ভব; সেক্ষেত্রে ফেরী পারাপার হতে হবে। ঝালকাঠিতে রেল যোগাযোগ বা বিমান বন্দর নেই বলে এই দুটি মাধ্যমে এখানকার কোনো স্থানে আসা যায় না।
স্থল পথে
দর্শনীয় স্থানসমূহ
- সিদ্ধকাঠি জমিদার বাড়ী,
- নলছিটি পৌর ভবন,
- মার্চেন্টস্ স্কুল,
- চায়না কবর,
- কুলকাঠি (শহীদিয়া),
- সুজাবাদের কিল্লা (১৬৩৯),
- সিভিল কোর্ট ভবন (১৭৮১),
- সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় (১৮৮২),
- তারা মন্দির ও জমিদার বাড়ি (বারৈকরণ)।
খাওয়া - দাওয়া
থাকা ও রাত্রী যাপনের স্থান
নলছিটিতে থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় থাকার জন্যে রয়েছে উন্নতমানের -
- জেলা পরিষদ ডাকবাংলো - পুরাতন বাজার (পার্ক সংলগ্ন), নলছিটি।
জরুরি নম্বরসমূহ
- পরিবহন সম্পর্কিত যোগাযোগের জন্য
- বি.আর.টি.সি. পরিবহনঃ মোবাইল: ০১৭১২-১৬৯ ৯২৭; ০১৫৫৮-৩৬১ ৪৮৬।
- প্যাডল স্টীমার পরিবহনঃ মোবাইল: ০১৫৫৮-৩৬১ ৪৪০।
- জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
- ওসি, নলছিটিঃ মোবাইল: ০১৭১৩-৩৭৪ ২৮৭।
Enable comment auto-refresher